Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম!


সিটিজেন চার্টার

 

ক্রঃ নং

সেবা সমূহের বিবরণ

সেবা গ্রহণকারী

প্রার্থীত সেবা পাওয়ার সর্বোচ্চ সময়সীমা

১।

ক্রীড়াপঞ্জী  অনুযায়ী বার্ষিক ক্রীড়া কর্মসূচী বাসত্মবায়ন।

আগ্রহী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান / ক্রীড়া ক্লাব।

০১ (এক ) মাস

২।

জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য সুপারিশ।

গ্রহী সংশ্লিষ্ট ক্রীড়াবিদ/ক্রীড়া সংগঠক

১৫ ( পনের ) দিন

৩।

আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়াবিদদের অবসর ভাতা প্রদানের জন্য সুপারিশ।

গ্রহী সংশ্লিষ্ট ক্রীড়াবিদ/ক্রীড়া সংগঠক

১৫ ( পনের ) দিন

৪।

ক্রীড়া প্রতিষ্ঠান / শিক্ষা পতিষ্ঠানের অনুকুলে ক্রীড়া সামগ্রী ও আর্থিক অনুদান প্রদানের সুপারিশ।

গ্রহী সংশ্লিষ্ট ক্রীড়াবিদ/ক্রীড়া সংগঠক

১৫ ( পনের ) দিন

৫।

জাতীয় দিবস সমূহ উদযাপনে প্রশাসনকে সহায়তা প্রদান।

সংশ্লিষ্ট প্রশাসন

-

৬।

জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় গৃহীত জেলা প্রশাসনের ক্রীড়া সংশ্লিষ্ট সকল কার্যক্রমে সহযোগিতা প্রদান।

জেলা প্রশাসন

-

৭।

ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সকল কার্যক্রম সম্পাদন।

ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

-

 

 

বিঃ দ্রঃ উপরোক্ত সেবা সমূহ পাওয়া না গেলে অভিযোগ করতে হবে

পরিচালক, ক্রীড়া পরিদপ্তর, মওলানা ভাসানী স্টেডিয়াম, ঢাকা। ফোনঃ ০২ ৭১৭০৬৩১।